বৃষ্টির জন্য আমেরিকার গভর্নরের দোয়ার আবেদন

আমিরুল ইসলাম লুকমান
আমেরিকার ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পন্সর জে কক্স বৃষ্টি বর্ষণের জন্য রাজ্যের সমস্ত নাগরিকের নিকট দোয়া ও বৃষ্টি নামাজ আদায়ের আবেদন করেছেন। নাগরিকদের প্রতি রাজ্যের বর্তমান অনাবৃষ্টি এবং ব্যবহারযোগ্য পানি স্বল্পতা রোধে পানি অপচয় না করার এবং পানি সীমিতাকারে ব্যবহারের আবেদন জানিয়েছেন।
এক টুইটার ভিডিও বার্তায় মিস্টার স্পন্সর জে কক্স বলেন, গোসল ইত্যাদিসহ অন্যান্য কাজে পানি ব্যবহারকালে পানি স্বল্পতার প্রতি খেয়াল রাখা জরুরী। পানি লাইনের লিকেজ বন্ধে সব রকমের ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।
গভর্নর আরো বলেন, পানি মজুদের জন্য রাজ্য সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আমার আশংকা, পানি নিরাপত্তার জন্য আমাদের পদক্ষেপ যথেষ্ট নাও হতে পারে। বৃষ্টি বর্ষণ আমাদের জন্য খুবই প্রয়োজন। খোদাই আমাদের সাহায্য করতে পারেন। এ কারণেই আমি সব ধর্মের অনুসারীদের নিকট বিনীত আবেদন জানাচ্ছি, সাপ্তাহিক ছুটির দিন (৪-৬ জুন) রাজ্যের সব বাসিন্দা উন্মুক্ত ময়দানে একযোগে একত্রিত হয়ে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন।
দি গার্ডেন মিডিয়া সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমের কারণে গভর্নর দুটি আইন জারি করেছেন। তার একটি হল, সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টির জন্য সম্মিলিতভাবে দোয়া করা। জে কক্স বলেন, অনাবৃষ্টির কারণে পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে।
(সূত্র: উর্দু আল আরাবিয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *