নামাযের বাইরে ফরজ ৭টি
১. শরীর পাক হওয়া।
সূরা মায়েদাহ- ৬; মুসলিম- ৫৫৭
২. কাপড় পাক হওয়া।
সূরা মুদ্দাছছির- ৪; বুখারী- ২৩০
৩. নামাযের জায়গা পাক হওয়া।
সূরা বাক্বারাহ- ১২৫; বুখারী- ২১৯
৪. সতর ঢাকা। (পুরুষদের জন্য নাভী থেকে হাটুর নীচ পর্যন্ত এবং মহিলাদের জন্য চেহারা, উভয় হাত কজ্বি পর্যন্ত এবং পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা)।
মুসনাদে আহমাদ- ৬৭৫৬; বাইহাক্বী- ৩৩২৬-৩৩৩৮
৫. ক্বিবলামুখী হওয়া।
সূরা বাকারাহ- ১৪৪; বুখারী- ৩৯৮
৬. ওয়াক্তমত নামায পড়া।
সূরা নিসা- ১০৩; আবূ দাউদ -৩৯৩
৭. নিয়ত করা। অর্থাৎ মনের মধ্যে নির্দিষ্ট নামাযের ধ্যান ও খেয়াল সৃষ্টি করা।
বুখারী- ১; মুসলিম- ৫০৩৬
নামাযের ভিতরের ফরজ ৬টি
১. তাকরীরে তাহরীমা (আল্লাহু আকবার) বলা।
সূরা মুদ্দাছছির- ৩;আবূ দাউদ- ৬১
২. ফরজ ও ওয়াজিব নামায দাঁড়িয়ে পড়া।
সূরা বাক্বারাহ- ২৩৮; বুখারী- ১১১৭
৩. ক্বিরাআত পড়া।
সূরা মুজ্জাম্মিল- ২০; তিরমিজী- ২৩৮
৪. রুকু করা।
সূরা হজ- ৭৭; বুখারী- ৭৪২
৫. দুই সিজদাহ করা।
সূরা হজ- ৭৭; বুখারী- ৭৪২
৬. শেষ বৈঠক করে নিজস্ব কোন কাজের মাধ্যমে নামায থেকে বের হওয়া। উভয়টি ফরজ।
তিরমিজী- ৪০৮; বাইহাক্বী- ২৯৩৮; আদ্দুররুল মুখতার ২/১৩৭ (যাকারিয়া); আল বাহরুর রায়েক ১/৫১৩