ঘরে প্রবেশের সুন্নাত সমূহ

১. প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া। এটা জরুরী।
সূরা নূর- ২৭; বুখারী- ৬২৪১

২. প্রবেশের সময় বিসমিল্লাহ বলা।
ইবনে মাজাহ- ৩৮৮৭; মুসলিম- ৫৩৮১

৩. অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
আবূ দাউদ- ৫০৯৮

৪. ডান পা দিয়ে প্রবেশ করা।
বুখারী- ১৬৮; মুসনাদে আহমাদ- ২৫৫৪৫

৫. প্রবেশের পর ঘরবাসিকে সালাম দেওয়া।
সূরা নূর- ২৭;আবূ দাউদ- ৫০৯৮

৬. ঘরে কোন মানুষ না থাকলে এভাবে সালাম দেওয়া-السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ

শুআবুল ঈমান- ৮৮৪৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *