প্রসঙ্গঃ
গর্ভবতী মহিলার জন্য রমযানের রোযা না রাখার অবকাশ আছে কি?
প্রশ্নঃ
হুজুর আমার স্ত্রী গর্ভবতী ৷ ডাক্তার বলেছে এখন রোযা রাখলে বাচ্চার ক্ষতি হওয়া আশংকা রয়েছে ৷ তাই সে যেন রোযা না রাখে ৷ জানাতে তাই শরীয়ত এ ব্যপারে কি বলে? আমার স্ত্রীর রোযা না রাখার সুযোগ আছে কি না? জানালে উপকৃত হব ৷
উত্তরঃ
ইসলামী শরীয়ত অনুযায়ী গর্ভবতী নারীর জন্য রোযা রাখার কারণে গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার আশংকা হলে রোযা না রাখার অবকাশ আছে ৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রী ইচ্ছা করলে এ বছর রমযানের রোযা না রেখে পরবর্তীতে উক্ত রোযা কাযা আদায় করলে কোনো গুনাহ হবে না ৷ জায়েয হবে ৷
তথ্যসূত্র:
ফাতওয়ায়ে তাতারখানিয়া-৩/৪০৪
ফাতওয়ায়ে শামী,৩/৪০২
ফাতওয়ায়ে রহিমীয়া-৭/২৭০