
আমিরুল ইসলাম লুকমান
বিশ্বনন্দিত মুবাল্লিগ মাওলানা তারিক জামিল কর্তৃক প্রতিষ্ঠিত ‘এমটিজে ফাউন্ডেশনের’ (মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন) পক্ষ থেকে সর্বসাধারণের চিকিৎসা সেবা সহজ করার লক্ষ্যে এ্যম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। নিজেদের অফিসিয়াল ইন্সটাগ্রাম এ্যাকাউন্টে এ্যম্বুলেন্সের কিছু স্থিরচিত্র শেয়ার করেছে ফাউন্ডেশন। স্থিরচিত্রে দেখা গেছে, মাওলানা তারিক জামিল এ্যম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
‘এমটিজে ফাউন্ডেশনের’ এই মহতি উদ্যোগে যেসব সম্মানিত ব্যক্তি সহযোগীতা করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞা জ্ঞাপন করে পোস্টে করেছে ফাউন্ডেশন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তবৃন্দ মাওলানা তারিক জামিলের উক্ত উদ্যোগকে স্বাগতম জানিয়ে ব্যাপক প্রশংসা করেছেন।
গত কিছুদিন পূর্বে নিজের প্রতিষ্ঠিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালিত করার লক্ষ্যে মাওলানা তারিক জামিল নিজের নামে একটি কাপড়ের ব্রান্ড চালু করেছিলেন।
(সূত্র: দৈনিক জঙ্গ)