রমযানের রোযার নিয়ত কতক্ষণ পর্যন্ত করা যায়?

প্রসঙ্গঃ
রমযানের রোযার নিয়ত কতক্ষণ পর্যন্ত করা যায়?

প্রশ্নঃ
হুজুর আমি গতরাতে সেহরি খাইনি ৷ রোযারও নিয়ত করিনি ৷ সকাল দশটার দিকে ঘুম থেকে উঠি৷ তখন রোযা নিয়ত করে সারা দিন রোযার মত কাটাই ৷ জানার বিষয় হল, আমার রোযা কি হয়েছে? রমযানের রোযার নিয়ত কতক্ষণ পর্যন্ত করা যায়। অর্থাৎ কখন নিয়ত করলে রোযা হবে না? আর কখন নিয়ত করলে রোযা রাখা শুদ্ধ হবে?

উত্তরঃ
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার রোযা শুদ্ধ হয়ে গেছে ৷ কেননা রমযানের রোযার নিয়ত করার সময়সীমা হল, দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় হয় এর মাঝামাঝি সময়ের আগে রোযার নিয়ত করলেই রোযা রাখা শুদ্ধ হয়ে যায়।
বলা বাহুল্য যে, শরঈ দিন শুরু হয় সুবহে সাদিক থেকে ৷ যেমন সুবহে সাদিক শুরু হয় ৪টায়। আর সূর্যাস্ত হয়ে থাকে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তাহলে একদিন হচ্ছে সাড়ে ১৪ ঘন্টা ৷ তার অর্ধেক হল, সোয়া ৭ ঘন্টা ৷ সকাল ৪ থেকে সোয়া সাত ঘন্টায় হয় সোয়া ১১ টা ৷

সুতরাং সুবহে সাদিক থেকে সোয়া ৭ ঘন্টা তথা সোয়া ১১ টা অতিক্রান্ত হওয়ার আগে রোযার নিয়ত করলেই রোযা রাখা শুদ্ধ হয়ে যাবে। যদি এর পর নিয়ত করে তাহলে শুদ্ধ হবে না। আর আপনি যেহেতু দশটার সময় নিয়ত করেছেন আপনার রোযা শুদ্ধ হয়েছে ৷

তথ্যসূত্র:
ফাতাওয়ায়ে আলমগীরী-১/১৯৫
মাসায়েলে রোযা, পৃষ্ঠা: ৪৫ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *