প্রসঙ্গঃ
সরাসরি সম্প্রচারি টিভির ইমাম অথবা বাড়ি থেকে মাইকে মসজিদের ইমামের অনুসরণ করে তারাবীহ পড়লে নামায হবে ক
প্রশ্নঃ
হযরত! এক সাংসদ বলেছেন তারাবীর নামায টিভিতে সম্প্রচার করা হবে টিভিতে ফলো করে নামায পড়তে ৷ তাই জানতে চাই, টিভিতে যদি তারবীর নামায সরাসরি সম্প্রচার করা হয়, আমরা আমাদের বাড়ি থেকে টিভির ইমামের অনুসরণ করে নামায পড়লে আমাদের নামায সহিহ হবে কি না? অথবা মসজিদের আযানের মাইকে প্রচার করলে মুসল্লীগন পরিবার সহ বাসায় নামাজ আদায় করতে পারবে কি না?
উত্তরঃ
ইমামের পিছনে মুক্তাদির নামায সহিহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত হল ইমাম মুক্তাদি এক স্থানে অবস্থান করা ৷ স্থান ভিন্ন না হওয়া, ইমাম মুক্তাদি অথবা জামাত ও কোনো মুক্তাদির মাঝে কোনো পতিবন্ধকতা যেমন দেয়াল, মানুষ চলাচলের রাস্তা বা নৌকা চলাচলের নদি-নালা না থাকা ৷
স্থান ভিন্ন হলে বা কোনো মুক্তাদির মাঝে পতিবন্ধক থাকলে নামায সহিহ হয় না ৷ যদি মুক্তাদির সামনে চলালের রাস্তা কিংবা নৌকা চলাচলের নদী-নালা থাকে, অথবা মসজিদের পাশের বাড়ি থেকে ইমামকে অনুসরণ করে নামায পড়ে তাহলে রাস্তা, নালার অপর পার্শের ও পাশের বাড়ির মুসল্লিদের নামায সহিহ হয় না৷
সুতরাং টিভিতে তারাবীর নামায সরাসরি সম্প্রচারিত হলেও সেই ইমামের অনুসরণ করে নামায পড়লে তাদের নামায সহিহ হবে না ৷ কেননা এখানে স্থান সম্পুর্ন ভিন্ন, ও ইমাম মুসল্লির মাঝে অনেক দুরত্ব রয়েছে ৷ ইমাম মুক্তাদির মাঝে বাস্তবে অনেক পতিবন্ধকতা রয়েছে ৷ তেমনি মসজিদের মাইকে প্রচার করা হলেও বাসা-বাড়ি থেকে ইমামের অনুসরণ করে নামায পড়লে মুসল্লিদের নামায আদায় হবে না ৷
সুতরাং জামাতে নামায পড়তে হলে মসজিদে গমন করতে হবে ৷ অথবা যে যে স্থানে নামায পড়বেন সেখানে কাউকে ইমাম নিযুক্ত করে সেই ইমামের অনুসরণ করে নামায পড়তে হবে ৷
তথ্যসূত্র:
আল মাবসূত সারখসি-১/১৯৩
আল বাহরুর রায়েক-২/৮
আল মওসূয়াতু ফিকহিয়া- ৬/১৮
বাদায়েউস সানায়ে-২/১০