প্রসঙ্গঃ
মৃত ব্যক্তিকে গোসল ছাড়া জানাযা দিলে জানাযা আদায় হবে কি?
প্রশ্নঃ
হযরত! কোনো মৃত ব্যাক্তিকে কোনো কারণে গোসল না দিয়েই যদি জানাযার নামায পড়িয়ে ফেলা হয়, তাহলে কি জানাযার নামায আদায় হবে? নাকি গোসল দিয়ে পুনরায় জানাযা পড়তে হবে? জানালে উপকৃত হব ৷
উত্তরঃ
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব ৷ এবং গোসল করানো ছাড়া তার জানাযা পড়া সহীহ হয় না। সুতরাং গোসল দেওয়ার পূর্বে মাইয়েতের জানাযা পড়ানো হলে তা আদায় হবে না । তাই গোসল দেওয়ার পর পুনরায় তার জানাযা পড়তে হবে।
তথ্যসূত্র:
বাদায়েউস সনায়ে ২/৫৫
ফাতাওয়া খানিয়া ১/১৮৭
আলমুহীতুল বুরহানী ৩/৯৭