মানব সেবা

মানব সেবা

১. বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, যন্ত্রশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্যে ঋণ বা অর্থসহায়তা প্রদান।

২. এতিমদের পরিণত হয়ে ওঠা অবধি অভিভাবকের দায়িত্ব গ্রহণপূর্বক শিক্ষাদান ও প্রতিপালন।

৩. সহসা বিপন্ন ও অতিদরিদ্রদের মধ্যে সময়ে সময়ে এবং প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ-সহায়তা প্রদান।

৪. চিকিৎসার ব্যয়ভার বহনে নেহাত অক্ষম রোগীদের নিজস্ব পরিবহন-সুবিধা দিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ।

৫. অসচ্ছল পরিবারের শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে

৬. পড়া-লেখা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগানো।

৭. রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন।

৮. দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষে ফিতরা, পোশাক ও ঈদ-সামগ্রী বিতরণ।

৯. সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।

১০. উপার্জনক্ষম দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উৎপাদন-উপকরণ বিতরণ।

১১. সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন।

১২. ইসলামী বিধান অনুযায়ী যৌতুকবিরোধী সামাজিক সচেতনতামূলক প্রচারণা।

১৩. ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যা সমাধানে উলামায়ে কেরামের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা গ্রহণ।

১৪. প্রত্যন্ত জনপদের তরুণদের মনুষ্যত্ব ও মহত্ত্বের প্রেরণায় উদ্বুদ্ধ করতে গ্রামে গ্রামে পাঠাগার স্থাপনে উৎসাহ ও সহায়তা দান।

১৫. আঞ্চলিক ভিত্তিতে বিনামূল্যে চক্ষুচিকিৎসা শিবির আয়োজন।

১৬. মাদরাসা-পড়–য়া ছেলেমেয়েদের স্বনির্ভর করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা।

১৭. পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।