রোযার নিয়ত কি মুখে ও আরবীতে করতে হবে?

প্রসঙ্গঃ
রোযার নিয়ত কি মুখে ও আরবীতে করতে হবে?

প্রশ্নঃ
হুজুর রাতের বেলা সাহরির সময় ঘুম থেকে উঠে সাহরি খাই সারাদিন রোযা রাখি ৷ মুখে উচ্চারণ করে আলাদা কোনো নিয়ত করি না ৷ বাংলায়ও করি না আরবি নিয়তও করি না ৷ এখন কি আমার রোযা হবে? নাকি মুখে নিয়ত করতে হবে?

উত্তরঃ
নিয়ত বলা হয় অন্তরের ইচ্ছা ও সংকল্পকে ৷ আপনি সাহরির সময় ঘুম থেকে উঠে সাহরি খাওয়ার সময় যদি সারাদিন রোযা রাখার ইচ্ছা করে সাহরি খেয়ে থাকেন, তাহলে আপনার রোযা শুদ্ধ হয়ে যাবে ৷ কেননা নিয়ত মনে মনে করাই যথেষ্ট। মৌখিক নিয়ত করা জরুরি নয়। মৌখিকভাবে না আরবিতে বলা জরুরি না বাংলায় ৷ তবে মুখে বলা উত্তম ৷

তথ্যসূত্র:
আল এখতিয়ারাত- পৃ: ১৯১
হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ২০৫
ফাতাওয়া হিন্দিয়া ১/১১৯ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *