যেসব কারণে রোযা ভঙ্গ হয়না

 

প্রশ্ন:

কি কাজ করার কারনে রোজা ভাঙ্গে না?

উত্তর:
১৷ ভুলে কোন কিছু খাইলে৷
২৷ স্বপ্নে কোন কিছু খাইলে৷
৩৷ ভুলে স্ত্রী সহবাস করলে৷
৪৷ স্বপ্নদোষ হলে৷
৫৷ মযি বের হলে৷
৬৷সাহরী খাওয়ার পর সুবহে সাদিকের পুর্বে স্ত্রী সহবাস করলে৷
৭৷ বীর্যপাতহীন স্বামী-স্ত্রীর লজ্জাস্থান একত্র করলে৷
৮৷ কামভাব ব্যতীত স্বামী-স্ত্রী আদর-সোহাগ করলে৷
৯৷ কোন কিছু কল্পনা করে বীর্যপাত হলে৷
১০৷ কোন মেয়েকে কল্পনা করে বির্যপাত হবলে৷
১১৷ কোন মেয়েকে দেখে বীর্যপাত হলে৷
১২৷ কোন মেয়ের লজ্জাস্থান দেখে বীর্যপাত হলে৷
১৩৷ ফরয গোসল না করে সাহরী খেলে বা রোযা রাখলে৷
১৪৷ পুরুষাঙ্গের ছিদ্রে তেল পানি বা অন্য কোন কিছু প্রবেশ করালে৷
১৫৷ মুত্রথলিতে কোন কিছু প্রবেশ করালে৷
১৬৷ কাচা ডালদ্বারা মিসওয়াক করলে৷
১৭৷ গলায় মশা-মাছি প্রবেশ করলে৷
১৮৷ চোঁখের পানি মুখে চলে গেলে৷
১৯৷ ঘাম মুখে চলে গেলে৷
২০৷ কাশ গলার ভিতর চলে গেলে৷
২১৷ থুথু যত বেশিই হোক তা গিলে ফেললে৷
২২৷ শিশুকে স্তনপান করালে৷
২৩৷ শিশুকে খাবার চিবায়ে খাওয়ালে৷
২৪৷ অনিচ্ছায় বমি করলে৷
২৫৷ অনিচ্ছায় অল্প বমি এসে পুনরায় গলার ভিতর চলে গেলে৷
২৬৷ ইনসুলেট,টিকা ও ইনজেকশন নিলে৷
২৭৷ ইনজেকশনের সাহায্যে শরীর থেকে রক্ত বের করলে বা শরীরে রক্ত প্রবেশ করালে৷
২৮৷ শরীরের কোন অঙ্গ অপারেশন করলে৷
২৯৷ এন্ডোসকপি করালে৷
৩০৷ ডায়ালাইসিস করালে৷
৩১৷ ক্ষত স্থান থেকে রক্ত বের হলে৷
৩২৷ চোঁখে ঔষধ বা ড্রপ ব্যবহার করলে৷
৩৩৷ চোঁখে সুরমা-কাজল ব্যবহার করলে৷
৩৪৷ শরীরে তেল বা লোশন ব্যবহার করলে৷
৩৫৷ মুখে স্নো-ক্রিম ব্যবহার করলে৷
৩৬৷ ঠোটে মেরিল-লিপজেল ব্যবহার করলে৷
৩৭৷ আতর-খুশবু ব্যবহার করলে৷
৩৮৷ অনিচ্ছায় কোন সুগন্ধির ধোয়া যেমন লোবান,আগরবাতি,ধুপ, চন্দনকাঠ ইত্যাদি জালানোর ধোয়া নাকে মুখে প্রবেশ করলে৷
৩৯৷ ফুলের ঘ্রাণ নিলে৷
৪০৷ শাসকষ্টের জন্য স্প্রেয়ার বা ইনহেলার ব্যবহার করলে৷
৪১৷ গরমের কারণে বারবার কুলি করলে৷
৪২৷ গরমের কারণে বারবার গোসল করলে৷
৪৩৷ গরমের কারণে ভিজা কাপড় গায়ে দিলে৷
৪৪৷ গুপ্তাঙ্গের পশম বা মাথার চুল কাটলে৷
৪৫৷ হাত-পায়ের নখ কাটলে৷

তথ্যসূত্র:
ফতোয়ায়ে আলমগীরী ১/৪৮৬-৪৮৭
ফতোয়ায়ে শামী ২/১০৫
আহকামুস সিয়াম ৩/২৯-৩০
নাসরুল বারী ৫/৫৩০-৫৩১
বেহেশতী জেওর ৩/২৫৯-২৬১
আল হিদায়া ১/২১৬-২১৭
ইসলামী ফিকাহ ২/১৯৩
জাওয়াহিরুল ফিকাহ ১/৩৭৯
দরসুল ফিকাহ ১/১২৮-২৩৬
তাসহীলুল হাকায়িক ১/২৭৪
আল বাহরুর রায়িক ২/২৭১
মারাকিউল ফালাহ ১/৩৬২
মাজমাউল আনহার ১/২৪৫
নূরুল ঈযাহ ১৩১-১৩২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *