পরিবারের মহিলাদের নিয়ে তারাবীহ জামাতে পড়ার বিধান কি?

প্রসঙ্গঃ
পরিবারের মহিলাদের নিয়ে তারাবীর নামায জামাতে পড়ার বিধান কি

প্রশ্নঃ
হুজুর এবছর তারাবির নামায বাড়িতেই পড়ছি ৷ আমাদের পরিবারের নারি-পুরুষ সকল সদস্যদের নিয়ে জামাতে তারাবিহ পড়তে চাই ৷ মহিলাদের মধ্যে আমার ভাবি, চাচি এধরনের গাইরে মাহরমা মহিলাও আছে ৷ জানার বিষয় হল, বাড়ির মহিলাদের নিয়ে জামাতে তারাবিহ পড়া জায়েয হবে কি না?

উত্তরঃ
মহিলাদের জন্য মসজিদ কিংবা অন্যত্রে গিয়ে জামাতের সহিত নামায আদায় করা মাকরুহ ৷ আর সাধারন অবস্থায় পুরুষের জন্য বিনা প্রয়োজনে মসজিদে জামাত ছেড়ে ঘরে নামায আদায় করার অনুমতি নেই ৷ তবে বর্তমান করোনা পরিস্থিতিতে যেহেতু পুরুষদের জন্য মসজিদে যাওয়া নিষেধ এবং বাড়িতে নামায পড়ার নির্দেশনা থাকায় বাড়িতেই পড়তে হয় ৷ তাই একা পড়ার চেয়ে জামাতে পড়া উত্তম ৷ এক্ষেত্রে পরিবারের নারী-পুরুষ সকল সদস্যদের নিয়ে জামাতের সহিত পাচ ওয়াক্ত নামায সহ তারাবীহও পড়তে পারবেন ৷ তবে নিজ পরিবার বা বাড়ী ব্যতীত অাশপাশের অন্যান্য বাড়ী বা অন্য পাড়া থেকে যেন কোনো মহিলাকে আসতে সুযোগ না দেয়া হয় ৷

বলা বাহুল্য যে, গাইরে মাহরাম মহিলাদের পর্দা ভিতর থেকে বা ভিন্ন রুম থেকে নামাযে শরীক হওয়া চাই ৷ আর মাহরাম মহিলাগন পর্দা ব্যতীতই একই রুমে দাড়াতে কোনো সমস্যা নাই ৷

তথ্যসূত্র:

আল বাহরুর রায়েক: ১/৬২৭
রদ্দুল মুহতার:২/৪৬ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *