দা‘ওয়াহ

দা‘ওয়াহ

১. নিরবচ্ছিন্নভাবে দুনিয়ার সম্মুখে ইসলামের মানবমুক্তি ও বিশ্বশান্তির বার্তা তুলে ধরতে বাঙলা ইংরেজি (কাগুজে ও অনলাইন) সাময়িকী প্রকাশ।

২. বিষয়বিশেষে ইসলামের প্রামাণ্য দৃষ্টিভঙ্গি তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, জেলা অডিটরিয়াম, উপজেলা পরিষদ মিলনায়তন, মাঠ প্রভৃতি সমাগমস্থলে সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ও উপলক্ষ-সাময়িক ওয়ায মাহফিল, সেমিনার, মুক্ত মতবিনিময় এবং আলোচনাসভা আয়োজন।

৩. বিশুদ্ধ ইসলামী জ্ঞান, আকীদা, কর্মনীতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে মৌলিক ও প্রামাণ্য বইপত্র প্রকাশ ও প্রচার।

৪. শিরক-বিদআত, প্রান্তিকতা ও উগ্রপন্থা নির্মূলে উদ্যোগ গ্রহণ।

৫. রাসূলুল্লাহ সা.-এর সুন্নাহ তথা জীবনাদর্শের সর্বব্যাপী বিস্তারের লক্ষ্যে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের তথ্যচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার।

৬. অমুসলিমদের উদ্দেশে ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য তুলে ধরে বই রচনা, অনুবাদ, প্রকাশ ও প্রচারে পৃষ্ঠপোষকতা প্রদান।

৭. ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূরিকরণ ও অপসংস্কৃতি প্রতিরোধে