ত্রাণ কার্যক্রম
মানবতার উৎকর্ষ ও অগ্রগতি সাধনের প্রয়াসে কুরআন ও হাদীসে আমরা গুরুত্ববহ অনেক নির্দেশনা পাই। বহুমুখী নির্দেশনার মধ্যে অন্যতম একটি হলো, দুর্বলদের প্রতি সবলদের সাহায্য সহযোগিতা ও দরিদ্রের প্রতি ধনীদের অনুগ্রহ অনুদান। ইসলাম পূর্ব বর্বর অন্ধকার যুগে যখন বিত্তহীন দুর্বল জনগোষ্ঠীর কোন মূল্যায়ন ছিল না, সর্বহারা বিপর্যস্ত এতিমদের কোন সামাজিক অবস্থান ছিল না, জীবনের সর্বক্ষেত্রে অধিকার বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করতো, যেন অধিকারের অর্থই তাদের জানা ছিল না, তাই তাদের হৃদয়ে না ছিল প্রাপ্তির আনন্দ, আর না ছিল বঞ্চনার অভিঘাত। মানবতার এই মুমূর্ষু অবস্থায় মানবতার নবী সমাজের দরিদ্র ও অসহায়দের অধিকার প্রতিষ্ঠা করেছেন। মানবতার প্রাণ সঞ্চারণ করে পুনঃজীবন দান করেছেন।
খুশির কথা হলো, মাই-ইসলাম শুরু থকেই দেশের বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ মানবতার কল্যাণে সবসময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতাসহ বন্যা কবলিত এলাকায় বা প্রচণ্ড শীতাঞ্চলে ত্রাণ বিতরণ করে আসছে। এটি মাই ইসলাম-এর একটি অন্যতম গুরত্বপূর্ণ প্রকল্প। এ কার্যক্রমের কিছুটা বিবরণ প্রতিবেদনে উল্লিখিত হয়েছে।