প্রসঙ্গঃ
তারাবীহ নামায বিশ রাকাতের কম পড়লে তারাবীর সুন্নত আদায় হবে কি
প্রশ্নঃ
হুজুর বর্তমান করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে বা সংক্ষেপ করতে তারাবির নামায বিশ রাকাতের চেয়ে কম পড়া যাবে কি? যদি আট রাকাত বা দশ রাকাত পড়ি তাহলে কি তারাবীর নামায আদায় হবে? নাকি বিশ রাকাত ই পড়তে হবে?
উত্তরঃ
তারাবীর নামায বিশ রাকাত পড়া সুন্নতে মুয়াক্কাদা ৷ এর চেয়ে কম পড়লে তারাবীর সুন্নত আদায় হবে না ৷ নফল হয়ে যাবে ৷ অতএব প্রশ্নে বর্নিস সুরতে আপনারা তারাবীর নামায আট/দশ রাকাত তারাবীহ এর নিয়তে পড়লে তা তারাবীহ হিসেবে গন্য হবে না ৷ নফল হয়ে যাবে ৷ তারাবির সুন্নত আদায় করতে অবশ্যই বিশ রাকাত পড়তে হবে ৷ কম পড়ার কোনো সুযোগ নেই ৷
তথ্যসূত্র:
ফতওয়ায়ে শামী,২/৪৯৫
তাতারখানিয়া ১/৬৫৪
আল বাহরুর রায়েক ২/৬৬
ফতওয়ায়ে মাহমুদিয়া ১১/৩৩৫ ৷