তারাবীর নামাযে কুরআন দেখে পড়া যাবে কি?

প্রসঙ্গঃ
তারাবীর নামাযে কুরআন দেখে দেখে পড়া যাবে কি?

প্রশ্নঃ
হুজুর! জনৈক বক্তা বলেছেন তারাবীহ বা যে কোনো নফল নামাযে কুরআন শরীফ দেখে দেখে তিলাওয়াত করা যাবে ৷ এটা কতটুকু সঠিক? আসলেই কি নামাযে কুরআন দেখে পড়তে পারব? জানিয়ে উপকৃত করবেন ৷

উত্তরঃ
নফল-ফরজ সকল প্রকার নামাযেই কুরআন শরীফ দেখে দেখে পড়লে নামায ভেঙ্গে যায় ৷ কেননা কুরআন শরীফ দেখে পড়তে হলে কুরআনের কপি বহন করতে হবে ৷ পাতা উল্টাতে হবে ৷ কুরআনের দিকেই দৃঢ় নজর রাখতে হবে ৷ আর নামাযের ভিতরে এসব আমলে কাসীরের অন্তর্ভোক্ত ৷ আর আমলে কাসীরের কারণে নামায ভেঙ্গে যায় ৷ তাছাড়া কুরআন শরীফ দেখে দেখে পড়া যেন কুরআন থেকে শিক্ষা গ্রহন করা ৷ এটি কোনো শিক্ষক থেকে শিখার মত ৷ যা নামায ভঙ্গের কারণ ৷

সুতরাং প্রশ্নোক্ত বক্তার কথা সঠিক নয় ৷ তারাবীহ বা নফল কিংবা অন্য কোনো নামাযে ইমাম-হাফেয সাহেবের জন্য কুরআন শরীফ দেখে দেখে পড়া জায়েয নয় ৷ দেখে পড়লে নামায হবে না ৷

তথ্যসূত্র:
আন নুতাফ ফীল ফাতাওয়া-১/৯৬
আল মাবসূত লিস সারাখসি-১/২০১
বাদায়েউস সানায়ে-১/২৩৬
হেদায়া-১/৬৩
আল এখতিয়ার লি তালিলিল মুখতার-১/৬২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *