প্রসঙ্গঃ
তারাবীর নামাযে কুরআন দেখে দেখে পড়া যাবে কি?
প্রশ্নঃ
হুজুর! জনৈক বক্তা বলেছেন তারাবীহ বা যে কোনো নফল নামাযে কুরআন শরীফ দেখে দেখে তিলাওয়াত করা যাবে ৷ এটা কতটুকু সঠিক? আসলেই কি নামাযে কুরআন দেখে পড়তে পারব? জানিয়ে উপকৃত করবেন ৷
উত্তরঃ
নফল-ফরজ সকল প্রকার নামাযেই কুরআন শরীফ দেখে দেখে পড়লে নামায ভেঙ্গে যায় ৷ কেননা কুরআন শরীফ দেখে পড়তে হলে কুরআনের কপি বহন করতে হবে ৷ পাতা উল্টাতে হবে ৷ কুরআনের দিকেই দৃঢ় নজর রাখতে হবে ৷ আর নামাযের ভিতরে এসব আমলে কাসীরের অন্তর্ভোক্ত ৷ আর আমলে কাসীরের কারণে নামায ভেঙ্গে যায় ৷ তাছাড়া কুরআন শরীফ দেখে দেখে পড়া যেন কুরআন থেকে শিক্ষা গ্রহন করা ৷ এটি কোনো শিক্ষক থেকে শিখার মত ৷ যা নামায ভঙ্গের কারণ ৷
সুতরাং প্রশ্নোক্ত বক্তার কথা সঠিক নয় ৷ তারাবীহ বা নফল কিংবা অন্য কোনো নামাযে ইমাম-হাফেয সাহেবের জন্য কুরআন শরীফ দেখে দেখে পড়া জায়েয নয় ৷ দেখে পড়লে নামায হবে না ৷
তথ্যসূত্র:
আন নুতাফ ফীল ফাতাওয়া-১/৯৬
আল মাবসূত লিস সারাখসি-১/২০১
বাদায়েউস সানায়ে-১/২৩৬
হেদায়া-১/৬৩
আল এখতিয়ার লি তালিলিল মুখতার-১/৬২