টয়লেটের (ইস্তিঞ্জা) সুন্নাত সমূহ

১. খোলা জায়গায় ইস্তিঞ্জা করলে এমন স্থান গ্রহন করা যেখানে মানুষের নজর পড়ে না।
আবূ দাউদ-২

২. পেশাবের জন্য এমন নরম স্থান তালাশ করা যেখান থেকে শরীরে বা কাপড়ে পেশাবের ছিটা না লাগে। অবশ্যই তাবিজ ইত্যাদির মুখ মোম দ্বারা বন্ধ করা থাকে তা খোলার প্রয়োজন নেই।
আবু দাউদ-১/৪, নাসাই-২/২৪৬, ইবনে মাজা-২৬, মিশকাত-১/৪২, মুসনাদে আহমাদ-১৯৫৩৭

৩. আল্লাহ তা’আলার নাম, রাসূলুল্লাহ স. এর নাম বা কুরআনের কিছু লিখিত বস্তু নিয়ে ইস্তিঞ্জায় না যাওয়া। তিরমিজী-১৭৪৬

৪. মাথা ঢেকে রাখা।
বাইহাক্বী-৪৬৫, মুসান্নাফ-১১৩৩, ত্বাবক্বাতে ইবনে সাদ-১/৩৮৩

৫. জুতা,স্যান্ডেল পরিধান করা।
বাইহাক্বী-৪৬৫, মুসান্নাফ-১১৩৩, ত্বাবক্বাতে ইবনে সাদ-১/৩৮৩

৬. মানুষ চলাচলের রাস্তায়, পানিতে, গোসল খানায়, ছায়াদার গাছের নিচে এবং কোন গর্তে ইস্তিঞ্জা না করা। মুসলিম-৬৪১,৬৮১, নাসায়ী-৩৪-৩৬

৭. টয়লেটে প্রবেশের পূর্বে প্রথমেبِسْمِ اللَّهِ পড়ে অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
ফাতহুল বারী ১/২৪৪, বুখারী-১৪২, ইবনে মাজা-২৯৭
অর্থ: হে আল্লাহ! আপনার নিকট দুষ্ট জ্বীন খবিশ থেকে আশ্রয় চাচ্ছি।
(বি:দ্র: যখন খোলা ময়দানে ইস্তিঞ্জা করবে তখন কাপড় উঠানোর পূর্বে উক্ত দুআ পড়বে।)

৮. বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা।
আবূ দাউদ-৩২-৩৩, যাদুল মায়াদ-১/১৬৭, আস সাইলুল জাররার-১/৪৬

৯. যথাসম্ভব বসার নিকটবর্তি হয়ে সতর খোলা। তিরমিজী-১৪, মিশকাত-৪২, দারেমী-১/১৭৮

১০. ইস্তিঞ্জার সময় কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। বুখারী-১৪৪, তিরমিজী-১/৮, ইবনে মাজা-২৮, মিশকাত-১/৪২

১১. বসে পেশাব পায়খানা করবে, দাড়িয়ে না করা। নাসায়ী-২৯

১২. বাম পায়ে ভর দিয়ে বসা।
ত্বাবারানী, আল-মুজামুল কাবীর-৬৬০৫

১৩. ইস্তিঞ্জার সময় বিনা প্রয়োজনে কোন প্রকার কথা-বার্তা না বলা।
আবু দাউদ-১৫

১৪. পেশাব ও নাপাক পানির ছিটা থেকে সতর্কতার সাথে বেঁচে থাকা। কেননা অধিকাংশ কবরের আজাব পেশাবের ছিটার কারণে হবে।
বুখারী-২১৮, ইবনে মাজা-২৯

১৫, পায়খানার পর পানি খরচ করার পূর্বে তিনবার ঢিলা-কুলুখ অথবা টয়লেট পেপার ব্যবহার করা।
মুসলীম-৯৩০, তিরমিজী-১/১০-১১, মাজমাউয যাওয়ায়েদ-২/২১২, আল ইযতিযকার-২/৫৪-৫৫
(বি: দ্র: আধুনিক সেনেটারীতে মাটির ঢিলা বা কাপড় ব্যবহারের দ্বারা অসুবিধা হয় এজন্য আহসানুল ফাতাওয়ার মুসান্নিফ মুফতি রশিদ আহমদ লুধিয়ানাভী রহ. টয়লেট টিস্যু ব্যবহারের পরামর্শ দিয়েছেন।)

১৬. পেশাবের পর ঢিলা-কুলুখ নিয়ে আড়ালে হাটা চলা করা উত্তম। ফোটা বন্ধ হওয়া নিশ্চত করা।
মুসনাদে আহমাদ-১৯০৭৬, ফাতাওয়ায়ে শামী-১/৩৩৭

১৭. ঢিলা -কুলুখ ব্যবহারের পর পনি ব্যবহার করা। বুখারী-১৫০

১৮. ঢিলা-কুলুখ ও পানি বাম হাত দিয়ে ব্যবহার করা। এবং ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ না করা।
বুখারী-১৫৪

১৯. হাড্ডি, কয়লা ও পশুর মল ঢিলা-কুলুখ হিসাবে ব্যবহার না করা। আবু দাউদ-৩৯

২০. টয়লেট থেকে ডান পা দিয়ে বাহির হওয়া।
মুসনাদে আহমাদ-২৬৫০৭

২১. টয়লেট থেকে বের হয়ে বা দুর্গন্ধময় স্থান ত্যাগ করে এই দুআ পড়া-
পড়া-
غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু বাহির করেছেন এবং আমাকে আরাম দান করেছেন।
তিরমিজী-৭, ইবনে মাজা-৩০১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *