জার্মানির বিখ্যাত ইউটিউবারের ইসলাম গ্রহণ
আমিরুল ইসলাম লুকমান
জার্মানির বিখ্যাত ইউটিউবার ক্রিসটিয়ান ব্যাটজমেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্বের সর্বস্তরের ইসলাম ধর্মাবলম্বীরা এই খবরে ক্রিসটিনকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেন।
নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি জানান, আমি এক বছর এশিয়ার দেশ পাকিস্তানে অবস্থান করেছি। এই সময়ে অনেক চমৎকার ও সৎ লোকদের সাথে চলাফেরা করেছি, ধর্ম ও জীবনাচার সম্পর্কে অনেক কিছু জেনেছি। তিনি বলেন, পাকিস্তানের মুসলমানরা আমাকে ধর্ম ও জীবনাচার সম্পর্কে বাস্তবভিত্তিক শান্তিময় নতুন নতুন অনেক দর্শন শিখিয়েছেন।
এই ইউটিউবার আরো জানান, ইউরোপের আধুনিক দেশে প্রতিপালিত হওয়ার কারণে ইসলাম শব্দকে সন্ত্রাস, আত্মঘাতি হামলা, জঙ্গিবাদ ইত্যাদি শব্দের সমার্থকরূপে ব্যবহৃত হতে দেখে এসেছি। আমি কখনোই ধার্মিক ব্যক্তি ছিলাম না। এ জন্য ইউরোপের মানুষের ভাবনা ও বিশ্বাস সম্পর্কে আমার কোনো মাথাব্যাথা ছিল না। আমার সবচে ঘনিষ্ট বাল্যবন্ধু মুসলমান। তিনি বলেন, ইসলাম অবশ্যই একটি শান্তির ধর্ম। আমার শেকড়ের সাথে ইসলামের গভীর সম্পর্ক রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস।
(সূত্র: হিন্দুস্তান উর্দু টাইমস)