শিক্ষা

শিক্ষা

১. শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠনে সহায়ক আদর্শ মসজিদ নির্মাণ ও পরিচালনা।
২. প্রাজ্ঞ আলিম ও নিবেদিতপ্রাণ দা‘য়ী ইলাল্লাহ গড়ে তুলতে কুরআন -সুন্নাহর মৌলিক শিক্ষা-সম্বলিত আধুনিক যুগোপযোগী পাঠক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন।
৩. দেশব্যাপী উপরিউক্ত নবরচিত পাঠক্রমানুসারী মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনা।
৪. কর্মজীবী নর-নারীর জন্যে বিভিন্ন মেয়াদী ইসলাম শিক্ষা কোর্সের আয়োজন।
৫. মাই ইসলাম-এর চেতনাকে কেন্দ্রে রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা।
৬. প্রাক-প্রাথমিক স্তরে বুনিয়াদি শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় অঞ্চলে মকতব প্রতিষ্ঠা।
৭. বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শেখাতে স্থায়ী ও অস্থায়ীভাবে মকতব স্থাপন।
৯. মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণে নিবেদিত মৌলিক ও সৃজনশীল গবেষণাকর্মে উদ্বুদ্ধ করতে মেধাবৃত্তি প্রদান।
১০. সকল শ্রেণি-পেশার মানুষের জন্য অনলাইনে বিভিন্ন মেয়াদি দ্বীনী শিক্ষা-কার্যক্রম পরিচালনা করা।
১১. শিক্ষা, সংস্কৃতি ও নানা সামাজিক ও জীবনমুখি বিষয়ের ওপর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা।